সম্পত্তি মালিকদের জন্য ডিজিটাল বিজ্ঞাপন
আপনার পছন্দসই ভাড়াটিয়া দ্রুত খুঁজে পাওয়ার সমাধান করবো যথার্থ বিজ্ঞাপনের মাধ্যমে Read in Englishসম্পত্তি মালিকদের জন্য ডিজিটাল বিজ্ঞাপন
আপনার পছন্দসই ভাড়াটিয়া দ্রুত খুঁজে পাওয়ার সমাধান করবো যথার্থ বিজ্ঞাপনের মাধ্যমে
আপনি কি আগামী মাসের মধ্যে আপনার বাড়ি বা এপার্টমেন্ট ভাড়া দিবার কথা ভাবছেন?
আমরা জানি যে আপনি আপনার চাহিদা অনুযায়ী একজন দাইত্ববান ভাড়াটিয়ার কাছে আপনার বাড়ি / এপার্টমেন্ট ভাড়া দিয়ে একজন সন্তুষ্ট বাড়িওয়ালা হতে চান।
এজন্য আপনাকে একজন উত্তম ভাড়াটিয়া খুঁজে বের করতে হবে। ঠিক?
যিনি আপনার সম্পত্তি নিজের মনে করে যত্ন নিবেন এবং প্রতি মাসে ভাড়া সময়মতো পরিশোধ করবেন।
সমস্যা হলো যে এই ধরণের ভাড়াটিয়া খুঁজে পেতে বেশ সময় লাগে।
সে কারণে আপনি সময়মতো ভাড়াটিয়া না পাওয়ায় হতাশায় ভুগেন এবং সেই সঙ্গে ভাড়ার টাকা থেকে বঞ্চিত হন।
আমাদের মতে একজন ভালো ভাড়াটিয়া পাওয়ার জন্য আপনাকে অনেক সময় কাটানো যুক্তিযুক্ত নয় যেখানে আপনি অনেক টাকা খরচ করে ভালো লোকেশন-এ একটা সুন্দর এপার্টমেন্ট সাজিয়েছেন।
সুতরাং… আপনার বর্তমান ভাড়াটিয়া চলে যাবার সাথে সাথে একজন ভালো ভাড়াটিয়া পাওয়া অত্যাবশ্যক।
আমরা বুঝি একটা বাসা ভাড়া উপযোগী করে সাজাতে কি পরিমান পরিশ্রম ও অর্থ ব্যয় হয়। এবং সেটা যদি উপযুক্ত ভাড়াটিয়ার অভাবে অধিককাল অপেক্ষা করতে হয়।
তাই আমরা গত ৮ বছর যাবৎ মালয়েশিয়াতে শতাধিক প্রপার্টি সময়মতো ভাড়া ঠিক করে দিবার কাজ সততার সাথে করে আসছি। এখন আমরা আমাদের অনলাইন বিজ্ঞাপন চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বাড়ির মালিকদের জন্য তাদের প্রপার্টি বিক্রি কিম্বা ভাড়া দিবার কাজ শুরু করেছি।
নিম্নে আমাদের কার্য প্রক্রিয়া বর্ণনা দিচ্ছি:
প্রথম পদক্ষেপ:
আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার প্রপার্টি ভাড়া দেয়ায় আগ্রহী হলে আমাদের দেয়া অনলাইন ফর্ম পূরণ করে রেজিস্ট্রি ভুক্ত হতে হবে।
দ্বিতীয় পদক্ষেপ:
আমরা আপনার পূরণকৃত ফর্ম পর্যলোচনা করে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আমাদের বিজ্ঞাপনের খরচ আপনাকে জানিয়ে দিবো।
তৃতীয় পদক্ষেপ:
আপনার প্রপার্টি অনলাইন-এ বিজ্ঞাপনের জন্য পুরো খরচ আপনাকে অগ্রিম প্রদান করতে হবে। আপনার প্রপার্টির বর্ণনা সহ ছবি আমাদের দিতে হবে।
চতুর্থ পদক্ষেপ:
আমরা আপনার বাড়িভাড়ার জন্য অনলাইন-এ চমকপ্রদ বিজ্ঞাপন প্রচার চালাবো এবং আপনি সম্ভব্য ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়ার ব্যাপারে তাদের আগ্রহ জানতে পারবেন।
অনলাইনে অন্নান্য আবাসন ভিত্তিক বিজ্ঞাপনী প্রতিষ্ঠান হতে আমাদের পার্থক্য নিম্নে দেয়া হলো:
সচরাচর রিয়েল এস্টেট মার্কেটপ্লেস ওয়েবসাইটে একটি বাড়ি ভাড়া কিংবা বিক্রির বিজ্ঞাপন অন্নান্য শত শত বিজ্ঞাপনের সাথে প্রকাশ করা হয়ে থাকে।
তাই একজন সম্ভাব্য ভাড়াটিয়াকে তার নিদ্রিষ্ঠ স্থানে ভাড়ার জন্য ওই এলাকার সকল এপার্টমেন্টের সঙ্গে একসাথে বিজ্ঞাপন পড়তে হচ্ছে। সেখানে একটা প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে এবং আপনার এপার্টমেন্ট দেখার সম্ভাবনা কমিয়ে দিচ্ছে I
আবার দেখা যায় আপনার এপার্টমেন্টের বিজ্ঞপ্তি প্রথম দিকে প্রকাশের জন্য আলাদা ভাবে অর্থ দাবি করে কিছু বিজ্ঞাপনী ওয়েবসাইট নতুবা আপনার দেয়া বিজ্ঞাপনটি আস্তে আস্তে নিচের রাঙ্ক-এ চলে গিয়ে একসময় অনুসন্ধান তালিকা থেকে অদৃশ হয়ে যায়।
আমরা কিভাবে আমাদের গ্রাহকদের জন্য ভাড়ার সম্ভাবনা বাড়িয়ে থাকি:
✅ সম্ভাব্য ভাড়াটিয়াগণ সোশ্যাল মিডিয়াতে আমাদের বিজ্ঞাপন আলাদা ভাবে দেখতে পান।
✅ বিজ্ঞাপন দেখে এপার্টমেন্ট এর সকল তথ্য আমাদের কাছে জানতে চায় এবং আপনার এপার্টমেন্টের ব্যাপারে আগ্রহী হলে আমরা ভাড়াটিয়ার সকল তথ্য ও বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হই।
✅ তখন এপার্টমেন্ট মালিকের সাথে যোগাযোগের জন্য যোগাযোগ মাধ্যম ভাড়াটিয়ার সাথে শেয়ার করা হয় যাতে সরাসরি ভাড়াটিয়া মালিকের সাথে কথা বলতে পারে।
এভাবে আমরা সমস্ত প্রক্রিয়াটিকে সহজ কিন্তু কার্যকর রাখি।
কিছু আবাসন ভিত্তিক বিজ্ঞাপনী প্রতিষ্ঠান সম্পত্তির মূল তথ্য যেমন সঠিক অবস্থান, বাস্তব ছবি, ইত্যাদি লুকিয়ে রাখে।
সেক্ষেত্রে আমরা সম্ভব্য ভাড়াটিয়াদের যতটা সম্ভব বিশদ বিবরণ দিয়ে থাকি যাতে তারা যখন আপনার বাড়ি বা এপার্টমেন্ট দেখতে আসবে তখন তারা প্রকৃতপক্ষে সেটা ভাড়া নিতে আগ্রহী হবে।
আমাদের মাধ্যমে আপনার সম্পত্তির বিজ্ঞাপন দেওয়া কেন যোক্তিযুক্ত হবে:
আপনি মাসিক ভিত্তিতে বিজ্ঞাপন খরচের জন্য অর্থ প্রদান করবেন। কোনো নির্দিষ্ট চুক্তি প্রয়োজন নেই। তাই আপনি যেকোনো সময়, যেকোনো কারণে আমাদের মাধ্যমে আপনার সম্পত্তির বিজ্ঞাপন ছেড়ে দিতে পারেন। আপনি আমাদের সাথে আপনার বিজ্ঞাপন একাউন্ট বাতিল করার সিদ্ধান্ত নিলে পরবর্তী মাসের জন্য আপনাকে চার্জ করা হবে না।
সম্ভব্য ভাড়াটিয়া, যারা আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার সম্পত্তি দেখতে আসবে, তাদের সকল তথ্য ও বর্তমান অবস্থান আমরা নিরুপন করবো। যার ফলে শুধুমাত্র সম্ভব্য ভাড়াটিয়ারাই আপনার সাথে যোগাযোগ করবে।
আপনি কি আগ্রহী? আপনাকে পরবর্তীতে যা করতে হবে:
আমাদের কাজের রেট জানতে নিচের লাল বোতামে চাপ দিন।
এছাড়া ইতিমধ্যে আপনি সরাসরি কোনো তথ্য জানতে আগ্রহী হলে হলুদ বোতাম টিপে হোয়াটসাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।
আমরা আশা করি আপনি আমাদের মাধ্যমে খুব সহজেই আপনার পছন্দমতো একজন ভালো ভাড়াটিয়া খুঁজে পাবেন। যার ফলে দীর্ঘদিন আপনার প্রপার্টি ফেলে রাখতে হবে না।
অ্যাশটেক প্রপার্টিজের কর্ণধার আশিক আব্দুল্লাহ সম্পর্কে কিছু তথ্য :
Ashique Abdullah
Real Estate Advisor
আশিক আব্দুল্লাহ অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং যুক্তরাজ্যে সম্পত্তি বিক্রি এবং ভাড়া দেওয়ার ক্ষেত্রে ১০ বছরের চেয়েও অধিক সময়ের অভিজ্ঞতা সহ একজন ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ।
একজন রিয়েল এস্টেট উপদেষ্টা হিসাবে, আশিক সারা বিশ্বের উচ্চ মানের ব্যক্তিদের মালয়েশিয়াতে বিনিয়োগের জন্য সঠিক সম্পত্তি খুঁজে পেতে সহায়তা করেন।
তিনি ২০১৩ সাল হতে তার সম্পত্তি ব্যবস্থাপক এবং রিয়েল এস্টেট এজেন্টদের মাধ্যমে কুয়ালা লাম্পুরে তার ক্লায়েন্টদের এপার্টমেন্ট বিক্রি ও ভাড়ার বাবস্থা করে আসছেন।
২০২২ সাল থেকে আশিক আব্দুল্লাহ বাংলাদেশে বাড়িওয়ালাদের সম্পত্তি বিক্রি বা ভাড়া দেবার কাজটি সুষ্টভাবে পরিচালনা করার মনস্থ করেছেন।
MrAshique has been managing my property at Sentral Titiwangsa for the past 5 years, professionally and to my satisfaction, I would definitely recommend his service to my friends.
Mr. Ashique is maintaining my unit for past 5 years. He is very professional and concerned about both owner and tenant. He maintains all documents very well and get it duly signed on time. I would recommend him for my friends.